মঙ্গলবার, জুন ৬, ২০২৩
The Report
পলাশবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত ২য়  মামলায় সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের জামিন লাভ

পলাশবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত ২য় মামলায় সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের জামিন লাভ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।
প্রকাশের সময় : June 08, 2022 | বাংলাদেশ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- পলাশবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত ২য় মামলায় পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের জামিন মন্জুর করছে রংপুর সাইবার ট্রাইবুনালের বিচারক। ৮ জুন বুধবার বিজ্ঞ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে সিটি মামলা ৬৭/২২ এ জামিন আবেদন করলে সাইবার ট্রাইবুনালের বিচারক আব্দুল মজিদ মিয়া ৫ হাজার টাকা বন্ডে তার জামিন মন্জুর করেন।এসময় মামলার বাদী মজনু মিয়া উপস্থিত ছিলেন। এর আগে গত ১৯ এপ্রিল গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ের সভাপতি আব্দুস সোবহানের সিটি ২৩/২২ মামলায় একই আদালত তার জামিন না মন্জুর করে জেল হাজতে প্রেরন করেন। দীর্ঘ ২৩ দিন কারাবাসের পর গত ১২ মে উক্ত মামলায় সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের জামিন লাভ করলে কারাগার থেকে মুক্তি পায়। উল্লেখ্য, মানবতার সেবক সাংবাদিক সিরাজুল ইসলাম রতন পলাশবাড়ী পৌর এলাকার উদয়সাগর গ্রামের নুরুল ইসলামের পুত্র। তিনি দৈনিক মানবজমিন,দৈনিক চাঁদনী বাজার ও চ্যানেল এস টেলিভিশনের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি ও পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।