টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবে নতুন সদস্য ভর্তিতে কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন সদস্য ভর্তি আবেদন বাছাই সংক্রান্ত বুধবার (২২ জুন) বেলা ১১ টায় ধনবাড়ীস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন প্রেসক্লাব সভাপতি স. ম.জাহাঙ্গীর আলম। সভায় সিদ্ধান্ত মোতাবেক নিন্ম উল্লেখিতদের সাধারণ সদস্য হিসাবে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এরা হলেন- মো. ইউনুস আলী (দৈনিক আজকের পত্রিকা), মুহাম্মদ শহিদুল্লাহ (দৈনিক নবতান), হাফিজুর রহমান (মাইটিভি/দৈনিক জনকণ্ঠ), সৈয়দ সাজন আহমেদ রাজু, (দৈনিক আমার সংবাদ), নূর নবী শেখ (দৈনিক আনন্দ বাজার), এসএম আব্দুর রাজ্জাক (দৈনিক তথ্যধারা), মো. নূর নবী (দৈনিক প্রথম বেলা), সবুজ নূর আলম (সাপ্তাহিক ত্রিমোহনার ঢেউ), রোকসান আক্তার (দৈনিক নবতান) শর্ত সাপেক্ষে গোলাম রাব্বী মুক্তার (সাপ্তাহিক ত্রিমোহনার ঢেউ) ও আবুল হোসেন আকাশ (কে টিভি বাংলা)। সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাব সম্পাদক আনছার আলী। এ সময় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
