গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলীকে দিনাজপুর জেলায় বদলী করা হয়েছে এবং বদলীকৃত পদে ঠাকুরগাঁও জেলার প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদকে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব অর্পন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব এরফানুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব অর্পন করা হয়। গাইবান্ধার নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কিছু অসাধু, লোভি ব্যক্তি কর্তৃক সরকারী নিষিদ্ধ বই বিক্রি ও পাচার বন্ধে - মাননীয় প্রধানমন্ত্রী দুর্ণীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন তা জোরালো কার্যকরি পদক্ষেপ গ্রহন করবেন এবং বিনামুল্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন নিশ্চিত করবেন এমনটাই প্রত্যাশা করেন সচেতন মহল। উল্লেখ্য যে, ইতিপূর্বে হারুনর রশিদ ঠাকুরগাঁও জেলায় দক্ষতার সাথে জেলা শিক্ষা প্রাথমিক অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।
