বুধবার, মার্চ ২৯, ২০২৩
The Report
সাদুল্লাপুরে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী গ্রেফতার

সাদুল্লাপুরে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী গ্রেফতার

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-
প্রকাশের সময় : January 21, 2023 | বাংলাদেশ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এস আই) তরিকুল ইসলাম।গ্রেফতারকৃত নাজমুল হক উপজেলার ইদিলপুরের হরিনাথপুর গ্রামের আবু তালেব মিয়ার ছেলে। এস আই তরিকুল ইসলাম বলেন, নাজমুলের বিরুদ্ধে তার স্ত্রী যৌতুকের মামলা দায়ের করে। এ মামলায় বিজ্ঞ আদালত তাকে দুই বছরের সাজা প্রদান করে। এতে আত্মসমর্পণ না করে নাজমুল দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে জানান এ কর্মকর্তা। বার্তাপ্রেরক- আশরাফুজ্জামান সরকার জেলা প্রতিনিধি গাইবান্ধা ৷ মোবাইল- ০১৭১২-৩৪১১১৬