আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বড় গোবিন্দপুর নিশানতারা ব্রীজের নিকট হতে সাদা মিয়া (সাদা ডাকাত) (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
ছুরিকাঘাতে এ হত্যাকান্ডটি ঘটেছে হত্যার রহস্য উৎঘাটনে পুলিশের বিশেষ নজরদারি চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। আজ ৪ ডিসেম্বর শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রাম এলাকার নিশানতারা ব্রিজ সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদা মিয়া (সাদা ডাকাত) বড় গোবিন্দপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
তার শরীরের একাধিক স্থানে ছড়িকাঘাতের চিহ্ন দেখা যায়। এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, আজ সকালের দিকে ব্রিজ সংলগ্ন স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ খবর পেয়ে সাদা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। সাদা মিয়ার বিরুদ্ধে ডাকাতি মামলা সহ একাধিক মামলা রয়েছে।