বাংলাদেশের সাইবার স্পেসে হ্যাকার সংগঠনগুলোর মধ্যে নতুন করে উঠে এসেছে টিম লিজিয়ন এর নাম। এই হ্যাকার দলটি ২০২০ সালে সোশ্যাল প্লাটফর্মগুলোতে দেশের মানুষকে সুরক্ষা ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে। সম্প্রতি তারা বিভিন্ন ধর্ম অবমাননাকর টুইটার আইডিতে হামলা চালিয়েছে।
এই তালিকায় ছিল তসলিমা নাসরিন, নূর নবী দুলাল, অনন্য আজাদ সহ আরও অনেকে। ফ্রান্সের শার্লি এব্দো ম্যাগাজিন মহানবী (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করলে এর তীব্র প্রতিবাদ করে এই হ্যাকার গ্রুপটি। ফ্রান্সের সরকারি বেসরকারি পঞ্চাশের অধিক ওয়েবসাইটে আক্রমণ চালায় বলে তাদের দাবী।
শার্লি এব্দো ম্যাগাজিনের টুইটার অ্যাকাউন্ট এ তারা আক্রমণ করে দুইবার। ফ্রান্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ টুইটার আইডিতে হামলা চালিয়ে নিষ্ক্রিয় করেছে তারা। ভারতের এক মন্ত্রী বাংলাদেশ নিয়ে কটুক্তিকর টুইট বার্তা প্রদান করলে তার টুইটার আইডিতেও হামলা চালায় উক্ত হ্যাকার গ্রুপটি।