আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর শাপলা হত্যা মামলার আসামী আদমকে দুই মাসে ও গ্রেফতার করতে পারেনি পলাশবাড়ী থানা পুলিশ!
উল্টো আসামির পক্ষ অবলম্বন করে নিহত শাপলার বিক্রিত জমির নির্মান কাজ ২৪ জানুয়ারি রোববার বন্ধ করে দিয়েছে পুলিশ।
তথ্যানুসন্ধানে জানা যায়,গত বছরের ২৪ নভেম্বর উপজেলার মহদীপুর ইউপির ঝালিঙ্গী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই আদম আলীর হাতে নির্মম ভাবে খুন হয় ছোট ভাই শাপলা ( ৪৫)।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আদম আলীকে প্রধান আসামি করে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে যাহার মামলা নং( ২০ তারিখ ২৪/১১/২০২০)। মামলাটির তদন্তভার গ্রহণ করেন এস এই সঞ্জয় সাহা। এদিকে শাপলা হত্যা মামলার দুই মাস অতিবাহিত হলেও পুলিশ হত্যা মামলার একমাত্র আসামি আদম আলীকে গ্রেফতার করতে পারেনি । উল্টো আসামী আদম আলীর পক্ষ অবলম্বন করে নিহতে শাপলার বিক্রিত করা দুই শতক জমির উপর স্থাপনা নির্মান কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ।
শুধু তাই নয় নির্ভরযোগ্য একটি সুত্রে জানা যায় পারিবারিক ভাবে হত্যা মামলা হওয়ায় তা সমঝোতা করার চেষ্টা ও অব্যাহত রেখেছে পুলিশ! পলাশবাড়ী পুলিশের এই অমানবিক কর্মকান্ডে সচেতন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মতামত চাওয়া হলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সঞ্জয় সাহা বলেন আসামি গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদের সাথে একাধিক বার মুঠোফোনে চেষ্টা করা হলে ও তিনি ফোন রিসিভ করেননি।