আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব কে, এম, আব্দুস সালাম।
রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তিনি বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ বৈশ্বিক করোনা ভাইরাস থেকে দ্রুত মুক্তি চেয়ে দেশের কল্যাণ কামনায় করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সচিবের স্ত্রী প্রফেসর ইসরাত জাহান, মেয়ে প্রীতিজা পারমিতা, জামাতা রাকিবুল ইসলাম ও ছেলে ইসরার ইসতিয়াক।
এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম উপস্থিত ছিলেন।